ত্রিশালে সড়ক দুর্ঘটনা মামা-ভাগ্নের মৃত্যু
এস এম রুবেল আকন্দ:
ময়মনসিংহ ত্রিশাল উপজেলার বালিপড়া ইউনিয়নের খান বাহাদুর ইসলাম এলাকার গত (২৮ মে) বৃহস্পতিবার বিকালে খড়ে স্লিপ খেয়ে মোটরসাইকেল থেকে মামা-ভাগ্নে পড়ে যাই।
এসময় পেছন থেকে আসা সিএনজি তাদের ওপর দিয়ে গাড়ি গেলে উভয়ই মারাত্নক আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় দুজনকেই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় ভাগ্নে ফাহিম মিয়া (১১) নামে একজন মারা যায়।
পরে রাত ১০টা দিকে চিকিৎসাধীন অবস্থায় মামা মুফতি মেহেদী হাসান নামে দ্বিতীয় ব্যক্তি মারা যায়। মুফতি মেহেদী হাসান উপজেলার বালিপাড়া ইউনিয়নের ইছামতি গ্রামের মাওলানা হাবিবুর রহমানের ছেলে ও ভাগ্নে ফাহিম মিয়া উপজেলার সাখুয়া ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের প্রবাসী হামিদ কাউছার সেলিমের ছেলে।