দেশে একদিনে করোনায় আক্রান্ত আড়াই হাজার ছাড়াল
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ২৩ জন করোনার কারণে মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ছয়জন ও ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুজন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন আছেন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ৯ জন, রংপুর বিভাগে দুজন, বরিশালে একজন ও সিলেট বিভাগে একজন রয়েছেন।
নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৩০১ জনের পরীক্ষা করা হয়েছে। এ ছাড়া নমুনা সংগ্রহ করা হয়েছিল ১২ হাজার ৯৮২ জনের। এর মধ্য থেকে দুই হাজার ৫২৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে, যা দেশে একদিনে সর্বাধিক রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মোট পরীক্ষার ২২ দশমিক ৩৩ ভাগ শনাক্ত হয়েছে।
নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৯০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ১৫ জন, যা মোট শনাক্তের ২১ দশমিক ৪ ভাগ সুস্থ হয়েছে।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পরে গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে করোনা রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। বর্তমানে আজ দেশে ৪২ হাজার ৮৪৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই পর্যন্ত মোট দুই লাখ ৮৭ হাজার ৬৭ জনের করোনাভাইরাসের পরীক্ষা সম্পন্ন হয়েছে।