কোভিড-১৯: আরও ২০ মৃত্যু, আক্রান্ত আরও ১৮৭৩
দেশে নতুন করোনাভাইরাসে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৮৭৩ জন।
কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে শনিবার নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা সবশেষ এই তথ্য তুলে ধরেন।
গত ২৪ ঘণ্টায় মোট ৯ হাজার ৯৭৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি। এনিয়ে পরীক্ষার জন্য সংগৃহীত নমুনার সংখ্যা দাঁড়াল ২ লাখ ৬৭৫টি।
২০ জনের মৃত্যুতে দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৫২ জন। মারা যাওয়া নতুনদের মধ্যে ১৬ জন পুরুষ, চারজন নারী।
নতুন ১ হাজার ৮৭৩ জন রোগীর দেহে সংক্রমণ ধরা পড়ায় দেশে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ৭৮ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৬ জন। এনিয়ে সর্বমোট ৬ হাজার ৪৮৬ জন সেরে উঠলেন।