খাদ্য  সামগ্রী বিতরন করেন কিশোরগন্জ -২ অাসনের সংসদ সদস্য নূর মোহাম্সদ

মো:মুন্জুরুলহক মুন্জু

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে গৃহবন্দি পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট বাজার পাকুন্দিয়া বাজার’ মঠখোলার বাজারের ১২ শত শ্রমজীবী ‘অটোচালক:ভানচালক”রিক্সসা চালকের অাজ (বুধবার) খাদ্য  সামগ্রী বিতরন করেন কিশোরগন্জ -২(কটিয়াদী -পাকুন্দিয়া) অাসনের সংসদ সদস্য নূর মোহাম্সদ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ