সামাজিক দূরত্বের বালাই নেই, কিশোরগঞ্জে শপিংমল খুলেও ফের বন্ধ
সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতরের আগে কেনাকাটার জন্য কিশোরগঞ্জের শপিংমলগুলোকে খোলার অনুমতি দিয়েছিল জেলা প্রশাসন। কিন্তু সামাজিক দূরত্ব মেনে এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে খুব কম মানুষই কেনাকাটা করতে আসছেন। এই অবস্থায় করোনা সংক্রমণ আরো বাড়তে পারে এমন আশঙ্কায় ফের শপিংমল বন্ধ করে দেওয়ার নির্দেশ জারি করেছে। ১৩.০৫.২০২০ তারিখ থেকে ৩০.০৫.২০২০ তারিখ থেকে আবারও সাধারণ মুদি দোকান ও কাঁচা বাজার, ওষুধের দোকান ব্যতিত অন্য সব দোকান, শপিংমল বন্ধ থাকবে।’
তবে সাধারণ মুদি দোকান ও কাঁচা বাজার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা রাখা যেতে পারে।
গত রোববার থেকে কিশোরগঞ্জের সব শপিংমল, দোকানপাট খুলে দেওয়া হয়।