দরিদ্র কৃষকদের ধান কেটে দিলেন শিল্পপতি এরশাদ উদ্দিন
মোঃ মনির হোসেন: করোনার এই দুর্যোগের দিনে রোজা রেখে কিশোরগঞ্জের করিমগঞ্জে দরিদ্র কৃষকদের ধান কেটে দিলেন শিল্পপতি এরশাদ। সোমবার (১১ মে) এরশাদ উদ্দিন মানব কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ মিল স্কেল রি-প্রসেস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শিল্পপতি আলহাজ্ব এরশাদ উদ্দিনের নেতৃত্বে উপজেলার আওয়ামীলীগ ও ছাত্রলীগ এবং মানবতার দশহাত সংগঠনের সদস্যদের নিয়ে করিমগঞ্জের কৃষকদের ৩০ শতাংশ জমির ধান কেটে দেন।
এছাড়া আলহাজ্ব এরশাদ উদ্দিন গত ১৩ এপ্রিল থেকে গোপনে দুর্দিনে পড়া নিম্নমধ্যবিত্ত-মধ্যবিত্তদের সহায়তা করে চলেছেন।
প্রসঙ্গত, শিল্পপতি আলহাজ্ব এরশাদ উদ্দিন দীর্ঘ বছর যাবত এরশাদ উদ্দিন মানবকল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে এলাকার হতদরিদ্র, প্রান্তিক ও সাধারণ মানুষকে নানা ধরনের সহযোগিতা প্রদান করে আসছেন। আগাম বন্যায় কৃষকের ফসলহানিসহ যেকোন দুর্যোগ ও মানবিক সংকটে তিনি বিপদগ্রস্ত মানুষের পাশে পরম বন্ধুর মতো সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন তিনি।