কিশোরগঞ্জের করিমগঞ্জ মদন (নলিব্রীজ) এলাকা হতে ইয়াবা ট্যাবলেট’সহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব

স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জ র‌্যাব-১৪ সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জ’সহ আশেপাশের জেলাগুলোতে বিক্রয় করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জেলার করিমগঞ্জ উপজেলার মদন (নলিব্রীজ) এলাকা হতে মাদক ব্যবসায়ী মোঃ হেলিম(৩০), পিতাঃ মোঃ ওসমান গণী, সাং-ভাটি নানশ্রী, ইউপি-কারাপাশা, থানা-নিকলী, জেলা-কিশোরগঞ্জ’কে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ৭৩৫ (সাতশত পয়ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট’সহ গ্রেফতার করেন। তার কাছ থেকে মাদক বিক্রয়ের কাজে ব্যবর্হত ০১(এক) টি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ