ইটনায় চিকিৎসকসহ করোনা আক্রান্ত আরও ৪ জন সুস্থ হয়ে বাসায় ফিরলেন
আজাদ হোসেন বাহাদুল
ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আক্রান্ত ১ চিকিৎসকসহ সুস্থ হয়ে বাসায় ফিরলেন ৪ জন। তারা হলেন ডাঃ সজিবুল ইসলাম, ল্যাব টেকনোলজিস্ট মোঃ মামুন অর রশিদ, তার স্ত্রী মোছাঃ করিমা আক্তার, উপজেলার দ্বিতীয় করোনা আক্রান্ত রোগী জয়সিদ্ধী পাগলসী সাতক্ষিরা হাটির মারুফা আক্তার। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাঃ অতিশ দাস রাজিব জানান আজ রবিবার সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ কতৃপক্ষ আমাদের ১ জন চিকিৎসক, ১ জন ল্যাব টেকনোলজিস্ট ও তার স্ত্রী, পাগলসী সাতক্ষিরা হাটির ১ জন মহিলা কে করোনা নেগিটিভ (সুস্থ) হিসেবে ছাড়পত্র দেয়। তারা সকলেই নিজ নিজ বাসস্থানে ফিরে আসে। তিনি আরও জানান এ পর্যন্ত ইটনা উপজেলার মোট ১২ জন করোনা আক্রান্ত রোগীর মধ্যে ৭ জন সুস্থ হয়েছে বাকী ৫ জন রোগী সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছে। আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। উপজেলাবাসী কে অনুরোধ করছি স্বাস্থ্য বিধি মেনে বাড়িতে থাকুন, জরুরী প্রয়োজন ছাড়া কেহ বাড়ির বাহিরে বের হবেন না। এ আধার কেটে যাবে আলো আসবে নিশ্চয়।