রমজানের গান – সুব্রত পাল
হিজরী সালের নবম মাসে
এলো যে রমজান
ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে
রোজা এক বিধান।
যাকাত- সাদকাহ-সংযমে ভাই
পূর্ণ করি প্রাণ।।
রাখব রোজা,পড়ব নামাজ
ন্যায়ের পথে রবো
ষড়-রিপুর কবল থেকে
সবাই মুক্ত হবো
প্রাণ খুলে ভাই, করো সবাই
আল্লাহর গুণগান।।
ইমান রেখে আল্লাহর নামে
কর্ম করে যাব
পূণ্যের ফসল নিশ্চয় জানি
আখেরাতে পাব
ইদের খুশি লাগবে মনে
দেখলে শাওয়াল-চান।।