মৃত্যু-ই শেষ কথা নয় – ডাঃপারভেজ আহমদ
মৃত্যু-ই শেষ কথা নয়,,,,,,
জন্মিলে মরিতে হবে একদিন
জানা আছে নিশ্চয়,
তবে কেন ভাই বাঁচিবার লোভে
জাগে মিছে সংশয়?
জীবন দিয়েছেন যিনি নিজ গুণে
মৃত্যু তার-ই হাতে,
প্রতি পলে তাই জপো তাঁর-ই নাম
বন্ধু দিবস রাতে।
তিঁনি-ই রহমান তিঁনি-ই রহিম
আশা রাখি মঙ্গলের,
একটাই চাওয়া হোক শেষ যাওয়া
ঈমান- আমল-সম্মানের।
এইতো সুযোগ হোক কষ্ট ভোগ
টিকে থাকি ঠিক পথে,
বাঁচিলে গাজী মরিলে শহীদ
এসো লড়ি দীন-শপথে।
দুনিয়া হতে অাখিরাত একমুখী পথ
শুধুই এগিয়ে চলা,
দ্বিধা ঘৃণা ভয় পেরিয়ে নিশ্চয়
জিতে যাবো শেষবেলা।