ইটনায় হারভেষ্টারে ধান কাটা পরিদর্শন করলেন উপ পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব 

আজাদ হোসেন বাহাদুল, ইটনা প্রতিনিধিঃ
হাওড়ে হারভেষ্টারে ধান কাটা পরিদর্শন করলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ছাইকুল আলম ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দুলাল চন্দ্র সুত্রধর। মঙ্গলবার সকালে সদরের দক্ষিনের হাওড়ে কৃষক আমিনুলের জমিতে কম্বাইন হারভেষ্টারের ধান কাটা পরিদর্শন করে উপ-পরিচালক বলেন বর্তমান সরকার হাওড়ের কৃষকদের একমাত্র পাকাঁ বোর ধান দ্রুত কর্তনের জন্য কৃষকদের কে ভূর্তকী দিয়ে কম্বাইন হারভেষ্টার দিয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক বলেন এ আধুনিক যন্ত্র দিয়ে স্বপ্ল সময়ে কৃষকরা তাদের জমির পাকাঁ ধান কাটতে পারবে। এতে কৃষকরাই লাভবান হবে। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাফিসা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, ওসি মুর্শেদ জামান বিপিএম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ উজ্জল সাহা, কৃষি সম্প্রসারন কর্মকর্তা অভিজিৎ সরকার , উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ইকবাল হোসেন, উপ-সহকারী মুস্তাফিজুর, লিটন মিস্ত্রী, রুহুল আমিন, রুবেল হোসেন প্রমুখ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ