কিশোরগঞ্জে ৩ শতাধিক হত দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা
করোনা দুর্যোগে কর্মহীন ও কিশোরগঞ্জের ৩ শতাধিক হত দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে সওদাগর সমাজ কল্যাণ সমিতি, ভোরের আলো সাহিত্য আসর ও সমাজসেবক সিরাজ উদ্দিন সিরাজ।
বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের হারুয়াস্থ সওদাগর সমাজ কল্যাণ সমিতির প্রাঙ্গণে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসুচীর শুভ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হাজী মোঃ আবু সাঈদ, সাধারণ সম্পাদক শাহীন আহমেদ কাশেম, ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল হাবীব রেজা, সভাপতি মোঃ আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক সাদী, সহ সাংগঠনিক সম্পাদক রেহান উদ্দিন রেহান,শাহীন প্রমুখ।
সংগঠনদ্বয়ের দায়িত্বশীলগণ জানিয়েছেন, করোনা দুর্যোগে কর্মহীন এলাকার হত দরিদ্রদের বাড়িতে বাড়িতে গিয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। জনপ্রতি খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১২ কেজি চাল, ৪ কেজি আটা, ২ কেজি আলু। ভোক্তভোগীরা এসব সহায়তা পেয়ে সংশ্লিষ্টদেরকে ধন্যবাদ জানিয়েছেন।