বিএনপির তত্ত্বাবধায়কের স্বপ্ন কখনও পূরণ হবে না’
নিউজ ডেস্ক : বিএনপির তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে স্বপ্ন দেখছে তা কখনও পূরণ হবে না মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সংবিধান অনুসারে বর্তমান সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার দুপুরে ভোলা সদরের শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তোফায়েল বলেন, ‘যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেইভাবে নির্বাচন হবে।
তিনি আরও বলেন, ‘নির্ধারিত সময়ে নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ। কেউ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে সরকারের কিছু করার নাই।’ তবে আগামী নির্বাচন সকল দলের অংশগ্রহণে অংশগ্রহণমূলক হবে বলে আশা প্রকাশ করে বাণিজ্যমন্ত্রী।
বিএনপির আমলে বিভিন্ন অত্যাচারের চিত্র তুলে ধরে তোফায়েল আহমেদ বলেন, ‘দেশে নির্মম নির্যাতন চালানো হয়েছে ২০০১ সালের ১ অক্টোবরের নির্বাচনের পর। শুধু আওয়ামী লীগ করার অপরাধে গরু বাঁধার খুঁটি দিয়ে মানুষের চোখ উপরে ফেলা হয়েছে। আবার যদি তারা ক্ষমতা পায় তবে মানুষকে ঘর ছাড়া করে ছাড়বে।’
তিনি আরও বলেন, ‘ভোলায় প্রচুর পরিমাণে গ্যাস পাওয়া গেছে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এই গ্যাস বরিশাল, খুলনায় নেওয়া হবে। এখানে আরো গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। গ্যাসভিত্তিক শিল্পায়নের মাধ্যমে বদলে যাবে এই অঞ্চলের অর্থনৈতিক চিত্র’
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সেলিমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন- জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. ইউনুছ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।