কাজী হায়াতের হার্টে রিং পরানো হয়েছে
নিউজ ডেস্ক : চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা কাজী হায়াতের হার্টে সফলভাবে রিং পরানো হয়েছে। নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে এই রিং পরানো হয় বলে মঙ্গলবার ফেসবুকে এক স্ট্যাটাসে একথা জানান তার ছেলে অভিনেতা কাজী মারুফ।
হাসপাতলের বেডে শোওয়া অবস্থায় বাবার একটি ছবি পোস্ট করে কাজী মারুফ জানান, নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে ডা. শর্মার তত্ত্বাবধানে আমার বাবার হার্টে সফলভাবে রিং পরানো হয়েছে। এজন্য ডা. শর্মাকে ধন্যবাদ জানায়। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি ডা. জাহাঙ্গীর কবিরকে, যিনি ২০০৫ সালে ঢাকায় সফলভাবে ওপেন হার্ট সার্জারি করেন।