‘আদেশ যতক্ষণ পর্যন্ত কারাগারে না পৌঁছাবে ততক্ষণ মুক্তি নয়’
নিউজ ডেস্ক : খালেদা জিয়ার জামিন আদেশ যতক্ষণ পর্যন্ত কারাগারে না পৌঁছে ততক্ষণ পর্যন্ত মুক্তি নয় বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার সচিবালয়ে খালেদা জিয়ার জামিন আদেশের পর এক প্রতিক্রিয়ায় তিনি একথা জানান। তিনি বলেন, আমি একজন আইনজীবী, সেক্ষেত্রে সার্টিফাইড কপি যদি ওনারা বলে থাকেন অ্যাডভান্স অর্ডারের সার্টিফাইড কপি চলে যাওয়ার, তাহলে অ্যাডভান্স অর্ডারের সার্টিফাইড কপি যাবে। আর যদি ওনারা বলে থাকেন আমরা সার্টিফাইড কপি দিলে পরে, তবে সেই আদেশ যতক্ষণ পর্যন্ত না জেলখানায় পৌঁছে আদালতের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত তাকে রিলিজ করা হবে না। উল্লেখ্য, দুপুরে পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় চার মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।