কেশবপুর দেবালয়ে ২৪ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন শুরু
তন্ময় মিত্র বাপী, (যশোর) : যশোরের কেশবপুর বালিয়াডাঙ্গা সর্বজনীন দেবালয়ে শুরু হয়েছে ২৪ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহা নামসংকীর্তন। সোমবার ৬ ঘটিকায় মঙ্গলঘট স্থাপন ও অধিবাস কীর্তনের মধ্য দিয়ে শুরু হয়েছে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের। দেবালয় প্রাঙ্গনের নাট মন্দিরে আচার্য্য শ্রী মাধব গাঙ্গুলীর পরিচালনায় অধিবাস কীর্তন পরিবেশন করেন বানেশ্বর শিব সম্প্রদায়। ২৪ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহা নামসংকীর্তনে নাম পরিবেশন করবেন ভারতের অনিল কুমারের নেতৃত্বে রঘুনাথ জিউ সম্প্রদায়, খুলনার সঞ্জয় কুমারের নেতৃত্বে কৃষ্ণ ভক্ত সম্প্রদায়, পিরোজপুরের সুমন চক্রবর্ত্তীর নেতৃত্বে কৃষ্ণ মুরারি সম্প্রদায়, বাগেরহাটের পরিতোষ ঠাকুরের নেতৃত্বে আদি ঠাকুর সম্প্রদায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের মুনাশিষ বালার নেতৃত্বে শ্রী অদ্বৈত সম্প্রদায়, বালিয়াডাঙ্গার মাধব গাঙ্গুলীর নেতৃত্বে বানেশ্বর শিব সম্প্রদায় ও রাজবাড়ির অপূর্ব বিশ্বাসের নেতৃত্বে শিব মন্দির সম্প্রদায়। শুক্রবার ভোরে নাম পরিবেশন শেষে অনুষ্ঠিত হবে কুঞ্জভঙ্গ, নগর সংকীর্তন, মধ্যাহ্নে ভোগ আরাধনা ও মহাপ্রসাদ বিতরন। বালিয়াডাঙ্গা সর্বজনীন দেবালয় ট্রাষ্টের সভাপতি সাংবাদিক শ্যামল সরকার জানান, প্রতিবারের ন্যায় এবারো বৃহৎ পরিসরে যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিদিনই আগত ভক্তদের জন্য রয়েছে প্রসাদের ব্যবস্থা। যজ্ঞানুষ্ঠান সফল ভাবে শেষ করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। ##