রাঙ্গুনিয়ায় কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে বর্ধিত সভা ইউনিয়নের ইত্যাদি চত্বরের স্থানীয় কমিউনিটি সেন্টারে রবিবার (১১ মার্চ) বিকালে অনুষ্ঠিত হয়েছে। সরফভাটা ইউনিয়ন কৃষকলীগ আহবায়ক সেলিম সাইফুল্লাহ’র সভাপতিত্বে ও সদস্য সচিব মাহবুবুল আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তরজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন উপজেলা কৃষকলীগ সভাপতি আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা কৃষকলীগের বন ও পরিবেশ সম্পাদক ও ওমান বঙ্গবন্ধু পরিষদ সাধারণ সম্পাদক জসিম উদ্দীন, কৃষি বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ বাহাদুর, সদস্য এম এম মান্নান চৌধুরী, মো.রফিক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুল ইসলাম সরফী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিজাম উদ্দিন বাদশা, সরফভাটা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পদক আইয়ুব রানা, রাঙ্গামাটি জেলা কৃষকলীগ সাংগঠনিক সম্পাদক বখতিয়ার উদ্দিন, পৌরসভা কৃষকলীগ সভাপতি সোলায়মান চৌধুরী, সাধারণ সম্পাদক এনামুল হক, কৃষকলী নেতা আবদুল মোস্তফা, বাবুল তালুকদার, মো. আজিজ, নূর মোহাম্মদ, আবদুস সালাম, আবু তাহের, সিরাজুল হক, আবুল কালাম, রফিক চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি পলাশী মুৎসুদ্দী, পৌরসভার সাধারণ সম্পাদক মেনকা তালুকদার প্রমুখ।
ছবির ক্যাপশন ঃ রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন কৃষকলীগের বর্ধিত সভায় বক্তব্য রাখেন শফিকুল ইসলাম