রাঙ্গুনিয়া কলেজের অধ্যাপক ড. আবদুল মাবুদ সংবর্ধিত
রাঙ্গুনিয়া প্রতিনিধি : জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮-এ রাঙ্গুনিয়া কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. আবদুল মাবুদ উপজেলা পর্যায়ে ¯্রষ্ঠে কলেজ শিক্ষক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (৯ মার্চ) রাতে উপজেলার দক্ষিণ পোমরা কাজীপাড়া কৃর্তিমান ক্রিকেট টুর্ণামেন্ট উদ্যাপন কমিটির পক্ষ থেকে এলাকার সন্তান হিসেবে তাঁকে এই সংবর্ধনা দেওয়া হয়। স্থানীয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে ড. আবদুল মাবুদ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পোমরা বাচা শাহ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি মুহাম্মদ আবদুল মোনাফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইমাম গাজ্জালী কলেজের শিক্ষক আজিজুল ইসলাম চৌধুরী বাবলু, পোমরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ছৈয়দুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহেদুল ইসলাম, উপদেষ্ঠা আবুল হাসেম চৌধুরী, বিশিষ্ট শিক্ষানুরাগী মুহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী লিটন, মুহাম্মদ আতিকুল ইসলাম, সাজ্জাদুর রহমান, কাজী মুহাম্মদ ইউনুস, মুহাম্মদ হারুন, বাবুল বিশ্বাস, আয়োজক কমিটির আবুল মারুফ চৌধুরী, কাইছার রহমান, মো. তারেক, মো. রিয়াজ, মো. জমির, ইফতেখার হোসেন অভি, মো. জাহেদুল আলম জাবেদ, মো. রেজভি, মো. অপি, মো. রিপন, মো. হৃদয় প্রমুখ।