নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত

নাটোর প্রতিনিধি : নাটোরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হাসান আলী মোল্লা (৩৪) নামে এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুইজন। শনিবার দুপুরে জেলা প্রশাসকের বাস ভবনের সামনে নাটোর-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছেনে। নিহত ট্রাক চালক হাসান আলী মোল্লা কুষ্টিয়া ভেরামারা উপজেলার খেমিরদিয়ার ভাটোপাড়া গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে ।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মসিউর রহমান ও নাটোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আকতার হোসেন জানান, শনিবার দুপুরে জেলা প্রশাসকের বাস ভবনের সামনে নাটোর-বগুড়া মহাসড়কে বগুড়া থেকে নাটোর গামী একটি আলুবোঝাই ট্রাকের সঙোগ বিপরীতমুখী অপর ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় ।
এতে ট্রাক দুইটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে চালক হাসান আলী নিহত হন। এ সময় আহত হয় আরো দুইজন। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে । নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ