নাটোরে নানা আয়োজনে মধ্যে পালিত হচ্ছে আর্ন্তজাতিক নারী দিবস

নাটোর প্রতিনিধি : সময় এখন নারীর ‘উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরের কর্মজীবন ধারা’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে নানা আয়োজনে মধ্যে পালিত হচ্ছে আর্ন্তজাতিক নারী দিবস। জেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে দিবসটি উপলে সকালে শহরের মাদ্রাসা মোড়ে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক ড. চিত্তলেখা নাজনীন, মহিলা বিষয়ক কর্মকর্তা আনিসুর রহমান সহ অন্যান্যরা। এসময় বক্তারা বলেন, নারীরা আজ কর্মেেত্র পুরুষদের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলছে। আগামী দিনে নারীদের নিরাপত্তা নিশ্চিত হলে আরো এগিয়ে যাবে। নাটোর প্রেসকাবের আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসকাবের সভাপতি জালাল উদ্দিন, দিঘাপতিয়া এম কে অনার্স কলেজের অধ্যাপক আঃ রাজ্জাক প্রমূখ । এছাড়া দিবসটি উপলে জেলার ৭টি উপজেলায় বিভিন্ন সংগঠনের বিভিন্ন কর্মসূচি পালন করছে।

 

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ