দুর্গাপুরে ৭ মার্চ পালন উপলেক্ষে আলোচনা
দুর্গাপুর(নেত্রকোনা)সংবাদদাতা : জেলার দুর্গাপুরে বুধবার উপজেলা আওয়ামীলীগ ও তাঁর অঙ্গ সংগঠনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ঐহিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে। এ উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীর জনক শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিকে পুষ্পস্তবক অর্পন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ এর সঞ্চালনায় উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ এর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহ:সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান, মোঃ আলী আসগর, সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পৌর আওয়ামীলীগ সভাপতি পৌর মেয়র হাজী মাও: আব্দুস সালাম, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, ছাত্রলীগ সভাপতি আব্দুল হালিম সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, জাতীর জনক শেখ মুজিবুর রহমানের ঐহিহাসিক ৭ই মার্চ ভাষন দেশে বিদেশে আজ স্বীকৃতি পেয়েছে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে সকলকে আহবান জানান।