৭ মার্চ উপলে নাটোর জেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি পালন

নাটোর প্রতিনিধি : ঐতিহাসিক ৭ মার্চ উপলে নাটোর জেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। সকাল ৯টায় দলীয় কার্যলয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করেন নেতা-কর্মীরা। এরপর, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য প্রদান করেন তারা । এসময় উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সিনিয়র সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস , জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. সিরাজুল ইসলাম পিপি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোত্তুজা আলী বাবলুসহ যুবলীগ,সেচ্ছাসেবক লীগ,জেলা মহিলালীগসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এসময় জাতীয় পতাকা ,দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতৃকৃতিতে মাল্যদান ,এক মিনিট নিরবতা পালন ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়-মোনজাত করেন।

 

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ