মাদারীপুর শিবচরে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘরসহ ৩০টি ঘর সর্ম্পূন ভস্মিভূত,

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচরের বহেরাতলা দক্ষিনে ভয়াবহ অগ্নিকান্ডে ১১টি বসতঘরসহ ৩০টি ঘর সম্পূর্ণ ভস্মিভূত।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ বুধবার দুপুর ১টার সময় উপজেলার
বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের দোপকান্দি (কাজী কান্দি) গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় এনছান মাদবরের বাড়ির ৬টি এবং দবির মাদবরের বাড়িতে ৫টি বসত ঘরসহ প্রায় ৩০ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডের ঘটনায় মালেক মাদবর, জামাল মাদবর, আমির মাদবর, আলমগীর মাদবর, ইব্রাহিম মাদবরসহ বেশকয়েকজনের বসতঘর, গোয়ালঘর ও রান্নাঘরসহ প্রায় ৩০টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এ অগিন্ডকান্ডে প্রায় ১ কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্থ পরিবাররা দাবি জানান। দুপুরে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয়রা জানান।

শিবচর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মর্তুজা ফকির জানান, দুপুর ১টার সময় বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের দোপকান্দি (কাজী কান্দি) গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে প্রায় ৩০টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ