রাণীনগরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা : গতকাল মঙ্গলবার নওগাঁর রাণীনগরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিন সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বও থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া বিনতে তাবিব এর সভাপতিত্বে পরিষদ চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আল-ফারুক জেমস, মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো: আতাউর রহমান, সহকারী শিক্ষা অফিসার বৃন্দ এবং ছয়বাড়িয়া সরকারি প্রথামিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবে শহীদ খাঁন (সবুজ) প্রমুখ।#