কুলিয়ারচরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালী ও মানববন্ধন
মোঃ নাঈমুজ্জামান নাঈমঃ ‘‘ সময় এখন নারীর উন্নয়নে তারা,বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্ম জীবন ধারা’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৮মার্চ ‘‘ আন্তর্জাতিক নারী দিবস-২০১৮’’ উদ্যাপন উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় কর্তৃক আয়োজিত বাল্যবিবাহ, যৌন হয়রানি, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৬ মার্চ মঙ্গলবার বেলা ১১টার দিকে স্বনির্ভর বাংলাদেশ,বন্ধন সোসাইটি,ওয়ান স্টপ ক্রাইসিস সেল ও মহিলা স্বেচ্ছাসেবী সংগঠন এর সহযোগীতায় উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল মিল্লাত ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) জ্যোতিস্ব¦র পাল-এর নেতৃত্বে, উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে কুলিয়ারচর থানা মাঠে গিয়ে শেষ হয়। বেগম নূরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে র্যালি ও মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ জিল্লুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল আজীজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলরুবা আক্তার,উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ জামাল উদ্দিন ও নাছিমা বেগম, উপজেলা ইউআরসি সহকারি ইন্সট্রাক্টর স্বাধন কুমার পাল, ১নং কুলিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মোঃ জাকারিয়া, ৪১ নং কুলিয়ারচর বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুল আলম ও আলী আকবরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ হাবিবুল হক,প্রশিক্ষক রুবিনা আক্তার সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ। পরে উপজেলা পরিষদ হল রুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। (ছবি আছে)