মুজিব ও স্বাধীনতা – আলাউদ্দিন হোসেন
একটি ছেলের ডাক শুনিয়া
সবাই দিলো সারা
ঘাতক হাতে সেই ছেলেটি
পরলো দেশে মারা!
যে ছেলেটি দেশে দিলো
স্বাধীনতার ডাক
ঘাতক হাতে সেই ছেলেটি
হারালো শেষ বাঁক!
যে ছেলেটির হাতধরে দেশে
আসলো স্বাধীনতা
ঘাতক হাতে তারই ঘটলো
দেশে ঘনঘটা!