১৪তম বার্ষিক মহা-পবিত্র ওরশ শরীফ

কিশোরগঞ্জ প্রতিনিধি: আগামী ৮ই মার্চ হইতে তিনদিন ব্যাপী এ যুগের শ্রেষ্ঠতম আধ্যাত্মিক মহাসাধক বরযখ মুর্মিদ, কামেলে মোকাম্মেল “দয়াল মুর্শিদ চাঁন” ফানায়ে ফিল্লাহ্ বাকায়ে বিল্লাহ্, “মজয়ুব আউলিয়া” শাহ্নে শাহ্ েআলম কুতুবুল আউলিয়া, গরীবে নেওয়াজ খাজা বাবা দয়াল দরদী আতায়ে রাসূল প্রফেসর খাজা বাবা হযরত শাহ্জাহান শাহ্ স্যার আল চিশ্তী (সাবেক অধ্যাপক ও গবেষক, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, গঅম থিসিস, কানাডা, লন্ডন) এঁর পাক দরবার শরীফে ১৪তম বার্ষিক মহা-পবিত্র ওরশ শরীফ নান্দাইল উপজেলার ধনারামা, গাংগাইল নিজ বাড়ীতে অনুষ্ঠিত হবে। উক্ত ওরশ শরীফে প্রতিদিন সন্ধ্যা হইতে সারারাত্র ব্যাপী খতমে কোরআন, জিকির, দুরূদ, হামদ, নাথ ও মোনাজাত, মুর্শিদী ভাব বিচ্ছেদ ও তাবারক বিতরণ করা হবে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ