বাজিতপুরে মাদক বিরোধী র্যালী, মানববন্ধন ও সমাবেশ
বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতাঃ কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়ন বাজারে সুশীল সমাজের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা হতে দুপুর ১২টা পর্যন্ত র্যালী ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন ও র্যালীর নেতৃত্ব দেন বাজিতপুর উপজেলা নির্বহিী কর্মকর্তা মো. ফারুক আহম্মেদ।
মানববন্ধন ও র্যালী শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা তাদের বক্তৃতায় দিঘীরপাড় ইউনিয়নকে মাদক মুক্ত করবেন বলে অঙ্গিকার ব্যক্ত করেন। সমাবেশে আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগের সভাপতি ডা. আজগর আলী, মাহমুদুল হাসান শিহাব, অর্ণব পারভেজ সোহাগ, মো. ইব্রাহীম কাজী প্রমুখ