সুন্দরগঞ্জে উপ-নির্বাচন জাতীয় পার্টির দুই শতাধিক নেতাকর্মীর আ’লীগে যোগদান

এ.কেএম শামছুল হক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:  গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় সংসদের আসন্ন উপ-নির্বাচনকে সামনে রেখে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী আ’লীগে যোগদান করেছেন। গত বুধবার (২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় জাতীয় পার্টির রামজীবন ইউনিয়ন শাখার আয়োজনে যোগদান অনুষ্ঠানের আলোচনা সভা বাজারপাড়া মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় পার্টির সাবেক সভাপতি আলহাজ্ব মতিন বিএসসির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের আসন্ন উপ-নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী আফরুজা বারী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আ’লীগ সুন্দরগঞ্জ উপজেলার শাখার আহবায়ক টিআইএম মকবুল হোসেন প্রামানিক, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোফাজ্জল হোসেন, দেবেন্দ্র নাথ, আব্দুল মতিন, যুবলীগ নেতা সামিউল ইসলাম ছামু প্রমুখ। আলোচনা পূর্বে উপ-নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী আফরুজা বারীর হাতে ফুলের তোড়া দিয়ে উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আব্দুল মতিন বিএসসি, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোফাজ্জল হোসেনসহ দুই শতাধিক নেতাকর্মী আ’লীগে যোগদান করেন।

 

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ