সিরিয়ায় রাসায়নিক অস্ত্র পাঠাচ্ছে উত্তর কোরিয়া!

নিউজ ডেস্ক : সিরিয়ায় রাসায়নিক অস্ত্র তৈরীর উপকরণ পাঠাচ্ছে উত্তর কোরিয়া। জাতিসংঘের একটি প্রতিবেদনে এ তথ্য উঠেছে।জাতিসংঘের ওই প্রতিবেদনের তথ্যানুযায়ী, সিরিয়ায় ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ৪০টি সামরিক উপকরণের চালান পাঠিয়েছে উত্তর কোরিয়া। ওই চালানগুলোতে পাঠানো উপকরণগুলোর মধ্যে ‘এসিড-রেসিসটেন্স টাইলস’,ভালব্স ও টাইলসের মতো রাসায়নিক উপাদান রয়েছে। ওই প্রতিবেদনে জানানো হয়েছে, রাসায়নিক অস্ত্র তৈরীর উপকরণই শুধু নয়, সিরিয়ার বিভিন্ন অস্ত্র তৈরী কেন্দ্রে মিসাইল বিশেষজ্ঞও পাঠিয়েছে উত্তর কোরিয়া। এর আগে,সিরিয়ার আসাদ সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠে দেশটিতে সংঘাত ঠেকাতে ক্লোরিন গ্যাসের ব্যবহার করেছে তারা। কিন্তু ওই অভিযোগ প্রত্যাখ্যান করে সিরীয় সরকার। আর এই পরিপ্রেক্ষিতে নতুন এই প্রতিবেদন প্রকাশ করল জাতিসিংঘ।

এদিকে, সিরিয়ায় উত্তর গৌতায় অস্ত্র বিরতির দ্বিতীয় দিনেও বিমান হামলার খবর পাওয়া গেছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ