কুলিয়ারচর ইউএনও বাংলাদেশের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত
মোঃ নাঈমুজ্জামান নাঈম,প্রতিনিধি,কুলিয়ারচর(কিশোরগঞ্জ) : প্রাথমিক শিক্ষায় অবদানের জন্য কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ড.উর্মি বিনতে সালাম শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন। আগামী ৬ মার্চ বিকাল ৩টায় ঢাকা উসমানী মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ড. উর্মি বিনতে সালামকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক দেওয়া হবে।
গত ২৬ ফ্রেরুয়ারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোঃ সাবের হোসেন-এর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য পাওয়া যায়। এ সংবাদ পেয়ে গতকাল ২৭ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সাংবাদিক বৃন্দের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। এ সময় ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল মিল্লাত, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও জেলা পরিষদের সদস্য মোঃ জিল্লু রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম আবিরাজ, উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর প্রেস ক্লাবের সাহিত্য ও দপ্তর সম্পাদক মোঃ নাঈমুজ্জামান নাঈম ও সাংবাদিক মোঃ নূরুন্নবী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। (ছবি আছে)