রাজাপুরে দুদকের গণশুনানি আজ, দুর্নীতিবাজরা আতঙ্কে!!
রহিম রেজা, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরের ১২ অফিসসহ উপজেলার বিভিন্ন অফিসে সেবাগ্রহনে দুর্নীতি, হয়রানি ও ভোগান্তি শিকারের বিষয়ে গণশুনানির আয়োজন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দুদক আয়োজিত এ শুনাতিতে দুদকের প্রধান কার্যালয়ের কমিশনার ড. নাসির আহম্মেদ, বরিশাল বিভাগীয় পরিচালক আবু সাঈদ, প্রধান কার্যালয়ের পরিচালক মনিরুজ্জামান, ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার জোবায়েদুর রহমান, উপজেলা চেয়ারম্যান মনিরউজ্জামান ও ইউএনও আফরোজা বেগম পারুলসহ দুদক ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এদিকে উপজেলার ১২টি অফিসসহ উপজেলার বিভিন্ন অফিসে নানা দুর্নীতির বিষয়ে গণশুনানিকে ঘিরে দুর্নীতিবাজ ব্যক্তি ও দালাল চক্রদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। যেসব অফিসের বিষয়ে অভিযোগ, হয়রানি ও ভোগান্তির অভিযোগ করা যাবে শুনানিতে-উপজেলা ভূমি, সেটেলমেন্ট, সাব রেজিষ্ট্রি অফিস, পল্লী বিদ্যুৎ সমিতি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, হিসাব রক্ষন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস, সমবায়, যুব উন্নয়ন, সমাজসেবা, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসসহ উপজেলার অন্যান্য অফিসগুলোর বিষয়েও অভিযোগ করা যাবে। বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারি পরিচালক মোঃ আল আমিন জানান, সেবাগ্রহনে দুর্নীতি, হয়রানি ও ভোগান্তি শিকারের বিষয়ে সুনির্দিষ্ট প্রমানপত্রসহ লিখিতভাবে অভিযোগ পেলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।