দিনাজপুরে রুপালী বাংলা জুট মিলে ভয়াবহ আগুন
নিউজ ডেস্ক: দিনাজপুরের বিরল উপজেলায় জেলার একমাত্র রুপালী বাংলা জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কোনো গাড়ি পৌঁছাতে পারেনি। বিরল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। কীভাবে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। এসময় আগুনে ঝলসে যাওয়া ১০/১২ জন মিলের ভেতর থেকে বেরিয়ে আসতে পারলেও ভেতরে ঠিক কতজন আটকে আছে তাও জানা যায়নি। ঝলসে যাওয়া আহতদের তাৎক্ষণিকভাবে নাম পরিচয় জানা যায়নি।