বাজিতপুরে গাজাব্যবসায়ী সহ গ্রেফতার ২
বাজিতপুর(কিশোরগঞ্জ)সংবাদদাতা ঃ কিশোরগঞ্জের বাজিতপুর থানার এসআই ফরিদ আহাম্মেদ সহ এক দল পুলিশ গত কাল সোমবার সকালে বাংলা বাজার এলাকা হতে গাজা ব্যবসায়ী সহ ২জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার কৃতরা হলেন নিলখী ভেড়ামারা গ্রামের পিতা মৃত ইব্রাহিম মিয়ার ছেলে মল্লুখাঁ উরফে জাহার আহাম্মেদখাঁ (৬০)ও সরারচর বাল্লা গ্রামের রমেশ চন্দ্র দাসের ছেলে চয়ন চন্দ্র দাস (২৬)। পুলিশ জানায়, মল্লুখাঁ উরফে জাহার আহাম্মেদখা দীর্ঘদিন ধরে এলাকায় গাজার ব্যবসা করে আসছেন। পুলিশ তারনিকট থেকে ২০০গ্রাম গাজা উদ্ধার করেছে। এ ছাড়া সরারচর বাজারের ব্যবসায়ী চয়ন চন্দ্র দাসতার নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠানে সুকনা মরিচের সঙ্গে রং মিশিয়ে সহ আরও বেজাল খাদ্য দ্রব্য বিক্রিকরে আসছে। তার বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫(গ) ধারায় মামলা রুজু হয়েছে।
১ঘন্টা ট্রেন বিরতি ও যাত্রীদের চরম দূর্ভোগ
বিজয় এক্্রপ্রেস ট্রেনের ড্রাইভার ইটের আঘাতে আহত
বাজিতপুর(কিশোরগঞ্জ)সংবাদদাতা ঃ ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর বিজয় এক্্রপ্রেস ট্রেনটি গত রবিবার রাত ১০টা ৫৫মিনিটে সরারচর রেলওয়ে ষ্টেশন থেকে দ্রতগতিতে চরেযাওয়ার সময় মীরের গাওঁ মসজিদেও সামনে যাওয়া মাত্রই কে বা কাহারা ড্রাইবার এনায়েত হোসেন (৪০) ইটের আঘাতে তার মাথা ফেটে যায়। এই সময় ট্রেনের যাত্রিদের রেখে সরারচর বাজারের জনৈক এক ডাক্তারের নিকট চিকিৎসা নেন। এতে ১ঘন্টা যাত্রা বিরতির কারণে যাত্রিদের চরম দূর্ভোগ পোহাতে হয়েছে। গত কাল দুপুরে কিশোরগঞ্জ রেলওয়ে থানার এসআই কবির হোসেন সরারচর এসে ঘটনা স্থল পরিদর্শন করেন।