খানসামায় ২ দিনব্যাপী ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০১৮ উদ্যাপন
শান্ত মহন্ত, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর জেলার খানসামায় উপজেলা প্রশাসন, খানসামা, দিনাজপুর এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০১৮ উদ্যাপিত। ২৬ ফেব্রুয়ারী সকাল ১০টার সময় উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে “মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তি ভবিষ্যৎ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-আলম এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এবং তার মূল্যবান বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সোলেমান আলী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ আলতাব হোসেন, উপজেলা কৃষি অফিসার মোঃ আফজাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিা অফিসার মোঃ আজমল হক্, সহকারী মাধ্যমিক শিা অফিসার, খানসামা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আওয়ামীলীগের সদস্য সাবেক চেয়ারম্যান মোঃ মোকছেদুল গণি শাহ্ প্রমুখ। বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরে উপজেলা পরিষদ চত্বরে মোট ২১টি শিা প্রতিষ্ঠান স্টল নিয়ে বসেন। এসময় অতিথিরা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের প্রত্যেকটি স্টল ঘুরে ঘুরে দেখেন। ২৬ ও ২৭ ফেব্রুয়ারী ০২ দিনব্যাপী এই বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ চলবে।