কোকিল ও বসন্ত – আলাউদ্দিন হোসেন
বসন্ত এলেই কোকিল ডাকে
গাছের ডালে ডালে
বসন্ত এলেই কোকিল পরে
নতুন প্রেমের জালে।
বসন্তজুড়ে কোকিল বাঁজায়
প্রাণখুলে তার বাঁশি
বাঁশির সুরে ভেসে আসে
বসন্ত ভালোবাসি।
পাগল করা কোকিল মায়া
বসন্ত ভালোবাসে
গাছের ডালে নতুন কিশলয়
ইচ্ছেমত হাসে।