রাঙ্গুনিয়ায় হুসনেআরা দ্বীনি শিা বৃত্তি সম্পন্ন

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় হুসনেআরা.আবুল.খাইরুল ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় হুসনেআরা দ্বীনি শিা বৃত্তি পরীা শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সম্পন্ন হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আড়াই ঘন্টাব্যাপী এই পরীায় ৪টি আলাদা কেন্দ্রে অংশ নিয়েছে ৩৫টি শিা প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৪ শতাধিক শিার্থী। পরীা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্টপোষক খাইরুল আলম, ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহেদুল আলম খাঁন, বৃত্তি পরিচালনা কমিটির উপদেষ্ঠা মাস্টার আব্দুর রউফ, আহবায়ক শিক্ষক আব্দুল গফুর, যুগ্ম আহবায়ক রঞ্জন বড়ুয়া, পৌরসভা কাউন্সিলর এনাম উদ্দিন আইয়ুব, বিআইজেড এইচ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি মো. ইসকান্দার, সদস্য মো. ইফতেখার হোসেন, শিক্ষক আব্দুল কাদের, নুরুল আবছার, সম্ভু বিশ্বাস, কাজী আহসান উদ্দিন, আবু মুছা, মো. সেলিম, খন্দকার আহসান হাবীব, জামাল উদ্দিন, বদরুল হাসান, ভাগ্য ধর চক্রবর্তী, সুলতানা রাজিয়া, মো. রাসেল, রিদোয়ান আলম, আব্দুল গফুর, বিশু আচার্য্য প্রমুখ।
ফাউন্ডেশনের প্রধান পৃষ্টপোষক খাইরুল আলম বলেন, ‘এই পরীক্ষায় শিক্ষার্থীদের ইসলাম ধর্মীয় জ্ঞান ভিত্তিক সিলেবাস প্রণয়ণ করা হয়। প্রণীত সিলেবাসের ভিত্তিতে জ্ঞানমূলক প্রশ্নের মাধ্যমে বৃত্তি পরীক্ষা নিয়ে তাদের বিভিন্ন ক্যাটাগরীতে পুরষ্কৃত করা হয়। প্রাতিষ্ঠানিক শিার পেছনে সময় দেওয়ার কারণে মুসলিম শিার্থীরা পবিত্র কোরআন, হাদিস ও আক্বাইদ-ফিক্বাহ শিা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই শিক্ষার্থীদের ইসলামী তা’লীম-তারবী’আত, তাহযিব-তামাদ্দুন ও নৈতিক শিায় উদ্ধুদ্বকরণে এই বৃত্তি চালু করা হয়েছে।’

 

রাঙ্গুনিয়ায় দা’ওয়াতে ইসলামীর ইজতিমা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়া প্রতিনিধি :
রাঙ্গুনিয়ায় দা’ওয়াতে ইসলামী বাংলাদেশ নঈমী কাবিনা’র উদ্যোগে রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইজতিমা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) জুম্মার নামাজ শেষে বয়ানের মধ্য দিয়ে ইজতিমার মূল কার্যক্রম শুরু করা হয়। এতে রাঙ্গুনিয়া সহ চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে আগত কয়েক হাজার মুসল্লী অংশ নিয়েছেন। ইজতিমায় মুবাল্লীগে দা’ওয়াতে ইসলামীরা সুন্নাত, নামাজ, কোরআন শিক্ষাসহ শরীয়তের বিভিন্ন বিষয়ে বয়ান পেশ করেন। পরে রাতে আখেরী মুনাজাতের মধ্য দিয়ে ইজতিমার কার্যক্রম শেষ হয়। ইজতিমায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আকতার হোসেন, রাহাতিয়া দরবারের সাজ্জাদানশীন সৈয়দ ওবাইদুল মোস্তফা নঈমী, মো. সাইফুল ইসলাম, মাওলানা নাজমুল হোসেন নঈমী, কাজী মুসা নঈমী, শফিউল বশর, হাফেজ আব্দুর রহমান জামী, আইয়ুব নূরী, করিম উদ্দিন নূরী, দিলদার হোসেন নঈমী প্রমুখ। ইজতিমার সার্বিক নিরাপত্তায় পুলিশ সার্বক্ষনিক মাহফিল প্রাঙ্গনে উপস্থিত ছিল। এছাড়াও মাহফিল উপলক্ষে বিভিন্ন ইসলাম ধর্মীয় বইয়ের স্টল বসে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ