ফুলবাড়ীতে গ্রীণল্যান্ড মডেল স্কুলের বার্ষিক ক্রীড়াপ্রতিযোগিতা

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী গ্রীণল্যান্ড মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল স্থানীয় হেলিপ্যাড চত্বরে অনুষ্ঠিত হয়েছে। আনুষ্ঠানিকভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জিল্লুর রহমান।
স্কুলের অধ্যক্ষ মো. নাজিম উদ্দিন মন্ডলের সভাপতিত্বে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, পুখুরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, প্রভাষক আজিজুর রহমান সাজু, প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, সুজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দুলাল, প্রভাষক মাসুমা পারভিন বেবী প্রমূখ। এতে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের ব্যবস্থাপনা পরিচালক প্রভাষক মোকাররম হোসেন বিদ্যুৎ।
বার্ষিক ক্রীড়াপ্রতিযোগিতায় ৩০টি ইভেন্টের খেলায় স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। #

 

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ