গৌরীপুরে ইয়াবাসহ যুবক আটক
গৌরীপুর ময়মনসিংহ থেকে শেখ বিপ্লব ঃ ময়মনসিংহের গৌরীপুর থানা পুলিশ ২২ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকালে অভিযান চালিয়ে গৌরীপুর বাস টার্মিনাল থেকে ১০ পিচ ইয়াবাসহ এক যুবকককে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সকালে গৌরীপুর থানার এ এস আই হাসান গৌরীপুর বাস টার্মিনাল থেকে ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ পৌর কার্যালয়ের সামনে (দাপুনিয়ার) আজিবুলের ছেলে গৌরীপুর মটর যান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মানিককে (৩৩) আটক করে। তার বিরোদ্ধে গৌরীপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।