শহীদ দিবসে রাঙ্গুনিয়া পৌরসভা আ.লীগের পুষ্পস্তবক অর্পন
রাঙ্গুনিয়া প্রতিনিধি :রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামীলীগ এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) ইছাখালীস্থ উপজেলার কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনকালে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ সেলিম, নজরুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি পলাশী মুৎসুদ্দি, সাধারণ সম্পাদক নিলু আক্তার, উপজেলা যুবলীগ সহসভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, পারভেজ হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচ, পৌরসভা মহিলা আওয়ামীলীগ সভাপতি মেনকা তালুকদার, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর জেসমিন আক্তার, নূরজাহান বেগম প্রমুখ। এসময় নেতৃবৃন্দ শহীদের স্মরণে ১মিনিট নিরবতা পালন করেন এবং সংক্ষিপ্ত সমাবেশে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।