শ্রীবরদীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জু, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শ্রীবরদীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে রাত ১২টা ০১ মিনিটে শহীদদের স্বরনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন স্থানীয় এমপি প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক চাঁন ও ইউএনও সেঁজুতি ধর। পরে উপজেলা আ’লীগ, কৃষকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। প্রত্যুষে রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান স্বস্ব প্রতিষ্ঠান হতে প্রভাত ফেরী করে শহীদ মিনার পর্যন্ত। সকালে শহীদ শাহ্ মুতাসিম বিল্লাহ খুররম বীর বিক্রম স্মৃতি অডিটরিয়ামে ইউএনও সেঁজুতি ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। উপজেলা নির্বাচন অফিসার মাহমুদুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের এমপি প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক চাঁন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি আশরাফ হোসেন খোকা, সাধারন সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন, পৌর মেয়র আবু সাঈদ, আ’লীগ নেতা মোহাম্মদ আলী লাল, জেলা পরিষদ সদস্য ও উপজেলা শ্রমিক লীগ আহবায়ক আবু জাফর, আব্দুল্লাহেল আল-আমিন, আয়শা সিদ্দিকা রুপালী, কহিনুর বেগম, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আমিনুল ইসলাম, কৃষি অফিসার নাজমুল হাসান, আ’লীগ নেতা আবুল কালাম আজাদ, জেলা আ’লীগের সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ ছালেহ, শ্রীবরদী সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, তাতিহাটি ইউপি চেয়ারম্যান আসাদ উল্লাহ বিল্লাল প্রমূখ। আলোচনা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া সকল ধর্মীয় উপসনালয়ে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।