শালিখায় মহান একুশের প্রথম প্রহরে হাজার মানুষের পদভারে শহীদ বেদী কানায় কানায় পূর্ণ
মোঃ শহিদুজ্জামান চাঁদ,শালিখা মাগুরা থেকেঃ মহান একুশের প্রথম প্রহরে মাগুরার শালিখায় হাজার মানুষের পদভারে মুখরিত হয় উপজেলা সদর আড়পাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন। মঙ্গলবার রাত ১২টা ১মিনিটে শহীদ বেদীতে প্রথমে পুস্পস্তবক অর্পণ করা হয় যুবও ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে। এর পর উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,পুলিশ প্রশাসন, আওয়ামীলীগ ও তার অংগসংগঠন,বিএনপি ও তার অংগ সংগঠন,জাতীয় পাটি,সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারিবৃন্দ ফুলের ডালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানায় ভাষা শহীদদের প্রতি। এরপর হাজার মানুষের ফুলেল শ্রদ্ধাঞ্জলিতে শহীদ বেদী কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে শালিখা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রভাত ফেরী র্যালি, আলোচনা সভা, ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনটি উদযাপন উপলক্ষে বুধবার সকাল ৮টায় একটি র্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদর আড়পাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিটির নেতৃত্ব দেন উপজেলা নির্বাহি অফিসার সুমী মজুমদার। র্যালিতে সরকারি-বেসরকারি কর্মকর্তা,কর্মচারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করেন। এর পর উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা মুক্ত মঞ্চে শুরু হয় স্বেচ্ছায় রক্তদান কর্মসুচী। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন।