গফরগাঁওয়ে স্কুল শিক্ষকের হাতে লাঞ্জিত হয়েছেন ভাষা শহীদ আব্দুল জব্বার স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘরের লাইব্রেরিয়ান
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা ঃময়মনসিংহের গফরগাঁওয়ে স্কুল শিক্ষকের হাতে লাঞ্জিত হয়েছেন ভাষা শহীদ আব্দুল জব্বার স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘরের লাইব্রেরিয়ান।
জানা যায়, গত মঙ্গলবার অফিস চলাকালে ভাষা শহীদ আব্দুল জব্বার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান নয়ন হঠাৎ জাদুঘরে প্রবেশ করে লাইব্রেরিয়ান কাওছারুজ্জামানকে গালমন্দ করেন। এসময় গালমন্দের কারণ জানতে চাইলে শিক্ষক নয়ন জাদুঘরে শিক্ষার্থীদের বই পড়ার সুযোগ না দেয়ার অজুহাত দেখিয়ে তাকে কিল ঘুষি মারতে থাকেন। এতে লাইব্রেরিয়ান কাওছারুজ্জামানের বাঁ চোখ মারাতœক জখম হয়। তিনি অভিযোগ করে বলেন, মিথ্যা অজুহাতে আমাকে কিল ঘুষি শুরু করে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক নয়নের মোবাইল ফোন বন্ধ থাকার তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ডা. শামীম রহমান জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।