কবিতা আমরা শহীদ – আলাউদ্দিন হোসেন ফেব্রুয়ারি ২১, ২০১৮ দৈনিক আমার বাংলাদেশ আমরা শহীদ ভাষা শহীদবর্ণমালার ঘ্রাণসারা বাংলায় ছড়িয়ে থাকামিনার মোদের প্রাণ!অ আ ই ঈ, ক খ গ ঘ ঙবর্ণমালার শীষেসকল বাঙ্গালির মুখের ভাষায়আমরা আছি মিশে!আমরা আছি বিশ্বজুড়েমুখের ভাষা হয়েআমরা আছি নতুন বইয়েরসকল পাতা লয়ে! Post Views: 367