নাটোরের হতদরিদ্র ভূমিহীন ১শত টি পরিবারের মাঝে ১শত টি জমির দলীল হস্তান্তর
নাটোর প্রতিনিধি : নাটোরে সদর উপজেলার উত্তর পটুয়াপাড়ার শতআদশ্যগ্রামে (গুচ্চুগ্রাম) হতদরিদ্র ছিন্রমুল ভূমিহীন ১শত টি পরিবারের মাঝে ১শত টি জমির দলীল হস্তান্তর। মঙ্গলবার সন্ধায় উত্তর পটুয়াপাড়ার শত-আদশ্যগ্রামে (গুচ্চুগ্রাম) হতদরিদ্র ১০০টি পরিবারের মধ্যে ১শতটি জমির দলীল তুলেদেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শিমুল। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক সামসুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্ত্তুাজা আলী বাবলু ,জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, আওয়ামী লীগ নেতা সাবেক ২নং পৌর সভার কামিশনার জাহিদুর রহমান জাহিদ,জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রতœা আহমেদসহ প্রমুখ।