রাজাপুরে মাদ্রাসা শিক্ষক ও নৈশপ্রহরীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরের ইসহাকাবাদ হোসাইনিয়া আলিম মাদ্রাসার সহকারি মৌলভী শহিদুল ইসলাম ও নৈশপ্রহরী মোঃ জালালকে মারধর করে টাকা ও ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। পৃথক এ ঘটনায় গতকাল সোমবার রাতে রাজাপুর থানায় শহিদুল ও জালাল পৃথক লিখিত অভিযোগ দিয়েছেন। শহিদুলের অভিযোগ থেকে জানা গেছে, উপজেলার মনোহপুর গ্রামের আঃ সামাদ মৃধার ছেলে যুবদল নেতা সাইদুল ইসলাম মৃধার পূর্ব বিরোধের জেরে গত ১৮ ফেব্রুয়ারি বিকেলে মনোহপুর গ্রামের চৌকিদারবাড়ির ব্রীজ এলাকায় ইসহাকাবাদ হোসাইনিয়া আলিম মাদ্রাসার সহকারি মৌলভী শহিদুল ইসলামকে মারধর করে ও শহিদুলের সাথে থাকা ওই মাদ্রাসার প্রিন্সিপাল মোস্তাফিজুর রহমানের বেতনের ৪২ হাজার ৭শ’ টাকা ছিনিয়ে নেয় এবং নৈশপ্রহরী মোঃ জালালের অভিযোগ থেকে জানা গেছে, ওই মাদ্রাসার অধ্যক্ষের কাছে দীর্ঘদিন ধরে ৫ লাখ টাকা চাদাদাবি করে আসছিলো উপজেলার মনোহপুর গ্রামের আঃ সামাদ মৃধার ছেলে যুবদল নেতা সাইদুল ইসলাম মৃধা। দাবিকৃত টাকা নৈশপ্রহরী মোঃ জালালকে আদায় করে দিতে বললে তিনি তাতে অস্বীকৃতি জানালে তার দোকান পুড়ে ফেলাসহ বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলো সাইদুল। এমতাবস্থায় গত ৬ ফেব্রুয়ারি দুপুরে বিশ^াসবাড়ি ব্রীজ এলাকায় নৈশপ্রহরী মোঃ জালালকে মারধর করে দোকানের মালপত্র ক্রয়ের ৪৮ হাজার ৩৫২ টাকা ছিনিয়ে নেয়। ব্যবহৃত মোবাইল নম্বর (০১৭১৭৫৫৭৮১৭) বন্ধ থাকায় অভিযোগের বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা সাইদুল ইসলাম মৃধার মতামত পাওয়া যায়নি। রাজাপুর থানার ওসি মোঃ শামসুল আরেফিন জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
রাজাপুরে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে বাসের ধাক্কা, চালকসহ আহত ১০
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার গালুয়া বাজার এলাকায় মঙ্গলবার বিকেলে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে যাত্রীবাগি বাসের ধাক্কায় চালকসহ ১০ হওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, মঠবাড়িয়া থেকে ছেড়ে আসা বরিশালগামী যাত্রীবাহি বাস সজীব রুমান (বরিশাল জ-১১-০০০১) নিয়ন্ত্রন হারিয়ে গালুয়া বাজার কৃষি ব্যাংকের সামনের একটি গাছের সাথে ধাক্কা দেয়। এতে চালকসহ কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছে। আহতরা স্থানীয়ভাবে ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।