কুলিয়ারচরে চিত্রাঙ্কন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত
মোঃ নাঈমুজ্জামান নাঈম প্রতিনিধি কুলিয়ারচর(কিশোরগঞ্জ) ঃঅমর একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৮ উদ্যাপন উপলক্ষে“তারুণ্যের জয়ধ্বনি আলোকিত কুলিয়ারচর গড়ে তুলি” এ স্লোগান কে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বেসরকারী সামাজিক সংগঠন কুলিয়ারচর ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে শিশু কিশোরদের চিত্রাঙ্কন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে কুলিয়ারচর পৌর শহরের বীর প্রতীক শহীদ সেলিম স্মৃতি সংসদ প্রাঙ্গণে অনুষ্ঠিত চিত্রাঙ্কন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠানে কুলিয়ারচর ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মোঃ মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক আওয়ামী লীগ নেতা হাবিবুল্লাহ কামাল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের আহবায়ক ওমর ফারুক অমৃত, জেলা যুব লীগ সদস্য মোঃ মুছা মিয়া, উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি লায়ন মুহাম্মদ কাইসার হামিদ,সাবেক পৌর ছাত্র লীগের সাবেক আহবায়ক মোঃ জুনাঈদ জয় ও সাংবাদিক নাঈমুজ্জামান নাঈম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সহ সভাপতি রুবেল চন্দ্র দাস।