শ্রীপুরে ডিবি পরিচয়ে আ’লীগ নেতার বাড়ীতে দূর্ধর্ষ ডাকাতি নগদ টাকাসহ ১৬ ভরি স্বর্ন লুট
শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি:শ্রীপুরে ডিবি পুলিশ পরিচয়ে আ’লীগ নেতার বাড়ীতে দূর্ধর্ষ ডাকাতির নগদ টাকাসহ ১৬ ভরি স্বর্ন লুট করেছে এক দলডাকাতরা । ১৯ ফেব্রুয়ারী সোমবার রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আ’লীগ নেতার বাড়ীতে ডাকাতি ঘটনা ঘটে।
জানা গেছে, তেলিহাটি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনের বাড়ীতে রাতের বেলা দুইজন প্রবেশ করে দোকান ভাড়া নেওয়ার কথাবার্তা বলতে থাকে। মুহুর্তের মধ্যেই ১০/১৫জনের একদল ডিবি পুলিশের পরিচয়ে বাড়ীতে প্রবেশ করে এসময় বাড়ীর সকলকেই অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৪ লাখ ৬৫ হাজার টাকা ও ১৬ ভরি স্বর্নালংকার লুট করে নিয়ে যায় ডাকাতরা ।
বাড়ীর মালিক আ’লীগ নেতা তোফাজ্জল হোসেন জানান, দোকান ভাড়া নেওয়ার কথা বলে দুইজন লোক আগে বাড়ীতে প্রবেশ করলে সাথে সাথে আরো অজ্ঞাত নামা কতক লোক আমার বাড়ীতে ঢুকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে আমাদের সকলকে পিস্তল দেখিয়ে জিম্মি করে নগদ টাকা ও স্বর্নালংকার লুটপাট করে নিয়ে যায়। ডাকাতি ঘটনা থানা অভিযোগ দায়ের করবেন বলে জানান।