রাঙ্গুনিয়ার প্রি-এমিনেন্ট স্কুলে বার্ষিক ক্রীড়ার পুরষ্কার বিতরণ
জগলুল হুদা, রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ধামাইর হাট এলাকার রাঙ্গুনিয়া প্রি-এমিনেন্ট স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরন অনুষ্ঠান বিদ্যালয় মাঠে রবিবার (১৮ ফেব্রæয়ারি) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কর্ণফুলী গ্যাস অফিসার, ওয়েলফেয়ার এসোসিয়েশনের তথ্য ও প্রচার সম্পাদক ফারুক আহম্মদ তালুকদার। প্রধান আলোচক ছিলেন কাপ্তাই আল-আমিন নূরিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ সৈয়দ মাওলানা আহমদ শুক্কুর। উদ্বোধক ছিলেন আবুল হোসেন স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান মাস্টার মুহাম্মদ মুছা। বিশেষ অতিথি ছিলেন ডি.পি.এল চেয়ারম্যান হুমায়ুন কবির তালুকদার, উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রী কলেজ অধ্যাপক আলমগীর হোসেন, আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ মো. শাহ আলম, রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সহসভাপতি জামাল উদ্দিন, উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য ইলিয়াছ কবির, ধামাইরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফজলুল ইসলাম সেলিম, রাঙ্গুনিয়া প্রি-এমিনেন্ট স্কুলের সহসভাপতি আব্দুল সত্তার, উত্তর রাঙ্গনিয়া উচ্চ বিদ্যালয় শিক্ষক মাস্টার মো. ইদ্রিস প্রমুখ।