অছিয়ত অনুযায়ী দীঘির পাড়ে শায়িত হলেন রাঙ্গুনিয়ার সাবেক সাংসদ ইউসুফ
জগলুল হুদা, রাঙ্গুনিয়া প্রতিনিধি : নিজের বলে দেওয়া অছিয়ত অনুযায়ী রাঙ্গুনিয়ার রাহাতিয়া দরবার শরীফ সংলগ্ন (বড় হুজুর) কবরসস্থান দীঘিরপাড়েই শায়িত হলেন রাঙ্গুনিয়ার সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফের লাশ। অসুস্থ হওয়ার পর যেই মাঠে তিনি ধুঁকে ধুঁকে সকাল-সন্ধ্যা চেয়ারে বসে মৃত্যুর প্রহর গুনেছিলেন সেই রাঙ্গুনিয়া স্কুল মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ পড়ান রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ ওবাইদুল মোস্তফা নঈমী আশরাফি। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে জানাজার নামাজে অংশ নিতে রাঙ্গুনিয়া ও এর আশপাশের বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার লোক সমাগম হতে থাকে রাঙ্গুনিয়া স্কুল মাঠে। দুপুর দেড়টার দিকে জানাজার নামাজের আগে মুক্তিযোদ্ধা হিসেবে কফিনে জাতীয় পতাকা দিয়ে রাষ্ট্রিয় মর্যাদা গার্ড অব অনার প্রদান করা হয়। দুপুর ২টায় হাজারো লোকের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই বীর মুক্তিযোদ্ধার জানাজা। এতে অংশ নেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসক এম.এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মুছলিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন, যুগ্ম সম্পাদক রেজাউল করিম, রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, ফটিকছড়ি সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি খলিলুর রহমান চৌধুরী, কেন্দ্রিয় সিপিবি নেতা মোহাম্মদ শাহআলম, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবুল কাশেম চিশতি, ধর্ম বিষয়ক সম্পাদক শাহজাহান সিকদার, সদস্য ইফতেখার হোসেন বাবুল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইদ্রিছ আজগর, প্রচার সম্পাদক জসিম উদ্দিন শাহ, উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদার, মুক্তিযোদ্ধা কমান্ডার খায়রুল বশর মুন্সি প্রমুখ।
উল্লেখ্য সাবেক এমপি ইউসুফ রোববার সকাল ৮টা ২০ মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ ইউসুফ।